ভোটে জোটের হিসাব ♦ গ্রহণযোগ্য দলগুলোকে নিয়েই জোট গঠনে আগ্রহী বিএনপি ♦ পর্দার আড়ালে যোগ-বিয়োগের সমীকরণ ♦ দলীয় মোর্চা বাড়াতে রাতদিন কাজ করছে জামায়াত

ভোটে জোটের হিসাব ♦ গ্রহণযোগ্য দলগুলোকে নিয়েই জোট গঠনে আগ্রহী বিএনপি ♦ পর্দার আড়ালে যোগ-বিয়োগের সমীকরণ ♦ দলীয় মোর্চা বাড়াতে রাতদিন কাজ করছে জামায়াত

ভোট সামনে রেখে চলছে জোটের কড়া হিসাব। কোন দল কার সঙ্গে জোট করবে, কে কাকে কত আসন ছাড়বে না ছাড়বে- জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো এখন চরম ব্যস্ত নির্বাচনি জোট ও আসন সমঝোতার হিসাবনিকাশে। পর্দার আড়ালে এ নিয়ে চলছে অবিরাম আলাপ-আলোচনা, যোগ-বিয়োগের সমীকরণ। রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা এলাকায় প্রচার-প্রচারণার পাশাপাশি শীর্ষ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন অহরহ। বিএনপি ব্যস্ত জোট বাড়ানোর প্রক্রিয়ায়। বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে দলটির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে। তবে জনগণের কাছে গ্রহণযোগ্য দলকেই জোটে নেবে বিএনপি। কোনো জনবিচ্ছিন্ন দলকে জোটে নিয়ে তারা বোঝা বাড়াবে না বলে জানা গেছে। অন্যদিকে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীও বসে নেই। দলীয় মোর্চা বাড়াতে রাতদিন কাজ করছেন দলটির নেতারা।

জানা গেছে, বিএনপি-জামায়াতের বাইরেও নির্বাচনি জোট ও কৌশল নির্ধারণে প্রতিদিনই হচ্ছে অগণিত বৈঠক, মিটিং, গোপন সমঝোতা ও বার্তালাপ। নির্বাচন সামনে রেখে এবার বৃহৎ জোট গঠনের দিকে বিএনপি। বিএনপির প্রতিও দিনদিন রাজনৈতিক দলগুলোর ভরসা ও আস্থা বাড়ছে। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দল ছাড়াও এর বাইরে ফ্যাসিবাদবিরোধী আরও কিছু দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের সবাইকেই নির্বাচনি জোটের অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচন সামনে রেখে নয়া মেরুকরণ করতে চায়। অবশ্য এদেরসহ আরও বিভিন্ন দল নিয়ে একটি বড় আকারের নির্বাচনি জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।বিস্তারিত

রাজনীতি শীর্ষ সংবাদ