ফার্মগেট মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ফার্মগেট মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত পথচারীর নাম আবুল কালাম আযাদ, বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার বাড়ি শরিয়তপুরে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আযাদ ঘটনাস্থল দিয়ে হাঁটছিলেন, সেই সময় মেট্রো স্টেশনের একটি পিলার থেকে একটি ভারী ধাতব বস্তু—বিয়ারিং প্যাড (স্প্রিং)—নিচে পড়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হতে থাকে। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে ছিল, তখন একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে সে ঘটনায় কোনো হতাহত হয়নি, কিন্তু ১১ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

এ ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষের দায়িত্ব এবং নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা আরো তীব্র হয়েছে।

জাতীয় রাজধানী শীর্ষ সংবাদ