ডেঙ্গুতে একদিনে ৯৮৩ জন হাসপাতালে ভর্তি, ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৯৮৩ জন হাসপাতালে ভর্তি, ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে, ডেঙ্গুজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে।

এ তথ্য সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারা দেশে হাসপাতাল ভর্তি হওয়া ৯৮৩ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটিতে (২২৭ জন)। ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৭১ জন, এবং বরিশাল বিভাগে ১৪১ জন ভর্তি হয়েছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ভর্তি হন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যার ফলে চলতি বছরে মোট ৬৩,৪১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৬,৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুজনিত কারণে ২৬৯ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক অবস্থায় রয়েছে, বিশেষ করে বর্ষাকালে এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, জনগণকে সচেতন থাকতে এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ঢাকা শহরের কিছু এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, এবং স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট রয়েছে।

জাতীয়