প্রেমে মন নাকি শরীর বলিউড তারকাদের বিতর্কে নতুন মাত্রা

প্রেমে মন নাকি শরীর বলিউড তারকাদের বিতর্কে নতুন মাত্রা

বিনোদন ডেস্ক | মুম্বাই | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রেমে মন গুরুত্বপূর্ণ, না কি শরীর—এই পুরোনো প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজলটুইঙ্কল খান্না। সম্প্রতি সম্প্রচারিত এক টকশোতে তারা বলেছেন, সম্পর্কে মন দেওয়া প্রতারণা হলেও শরীরের ভুল বোঝাবুঝিকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়।

বলিউডের টকশো ‘টু মাচ’-এর সর্বশেষ পর্বে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন কাজল ও টুইঙ্কল খান্না। অনুষ্ঠানের অতিথি ছিলেন নির্মাতা করণ জোহর ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। শোতে প্রেম, সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা নিয়ে আলোচনা চলাকালে প্রশ্ন ওঠে—সম্পর্কে থাকাকালীন কেউ তৃতীয় ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হলে সেটি কি প্রতারণা হিসেবে গণ্য হবে?

উত্তরে কাজল বলেন, “যদি কারও মন নিজের মানুষটির সঙ্গেই থাকে, তবে শরীরের কিছু বিভ্রান্তিকে অপরাধ বলা যায় না।” তার সঙ্গে একমত টুইঙ্কল খান্নাও বলেন, “মনই সম্পর্কের আসল কেন্দ্রবিন্দু। শারীরিক আকর্ষণ কখনো কখনো বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু তা সবসময় প্রতারণা নয়।”

তাদের এই মন্তব্যের বিরোধিতা করেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি বলেন, “প্রেমে মন আর শরীর দুটোই সমান গুরুত্বপূর্ণ। কেউ যদি শারীরিকভাবে অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ে, সেটা স্পষ্ট প্রতারণা। সম্পর্ক মানে মানসিক ও শারীরিক—উভয় দিকের অঙ্গীকার।”

জাহ্নবীর বক্তব্যের জবাবে কাজল ও টুইঙ্কল বলেন, বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা বদলায়। তাদের ভাষায়, “যখন বয়স বাড়ে, তখন বোঝা যায় জীবনের বাস্তবতা শুধুই অনুভূতির নয়, শারীরিক দিকও সেখানে প্রভাব ফেলে।”

অভিনেতা-নির্মাতা করণ জোহর আলোচনায় কাজল ও টুইঙ্কলের পক্ষে মত দেন। তার মতে, সম্পর্কের জটিলতা বয়স ও অভিজ্ঞতার সঙ্গে বোঝা যায়। তরুণ প্রজন্ম এখনো সেই জায়গায় পৌঁছায়নি বলে তিনি মন্তব্য করেন।

বলিউডে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম ও প্রতারণা নিয়ে বিতর্ক নতুন নয়। বিগত কয়েক বছরে একাধিক জনপ্রিয় তারকা তাঁদের ব্যক্তিগত জীবনের মন্তব্য ও মতামতের মাধ্যমে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন।

মন–শরীরের এই বিতর্ক ঘিরে নেটদুনিয়ায়ও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই কাজল ও টুইঙ্কলের মতামতকে “বাস্তববাদী” হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে বলছেন, এই দৃষ্টিভঙ্গি সম্পর্কের প্রতি দায়বদ্ধতার ধারণাকে দুর্বল করে।

যদিও অনুষ্ঠানটির নির্মাতারা জানিয়েছেন, আলোচনা ছিল মুক্তচিন্তা ও অভিজ্ঞতার বিনিময়ের অংশ—কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়।

বিনোদন