রিয়াল অধিনায়ক কারভাহাল আবারও চোটে পড়লেন

রিয়াল অধিনায়ক কারভাহাল আবারও চোটে পড়লেন

এল ক্লাসিকো জয়ের আনন্দের পরই রিয়াল মাদ্রিদ শিবিরে নেমেছে দুঃসংবাদ। দলের অধিনায়ক ও অভিজ্ঞ রাইটব্যাক দানি কারভাহাল হাঁটুর চোটে পড়েছেন এবং তাকে সার্জারির মুখোমুখি হতে হচ্ছে। ফলে চলতি বছরের বাকি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই স্প্যানিশ ডিফেন্ডারকে।

রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে বদলি হিসেবে মাঠে নামেন ৩৩ বছর বয়সী কারভাহাল। ম্যাচের ৭৩ মিনিটে ফেদে ভালভার্দের পরিবর্তে তাকে মাঠে নামানো হয়। সম্প্রতি চোট থেকে ফেরা এই ডিফেন্ডারের দীর্ঘ সময় খেলতে না পারার বিষয়টি নিয়ে সতর্ক ছিল রিয়াল কোচিং স্টাফ। তবে ম্যাচ শেষে দেখা দেয় নতুন জটিলতা, যা সোমবার ক্লাবের মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, “অধিনায়ক দানি কারভাহালের ডান হাঁটুতে সমস্যার চিহ্ন পাওয়া গেছে। বিস্তারিত পরীক্ষার পর চিকিৎসকরা আর্থ্রোস্কপি সার্জারির পরামর্শ দিয়েছেন।” ক্লাবটি আরও জানায়, কারভাহালের হাঁটুতে ‘লুজ বডি’ সমস্যা ধরা পড়েছে—অর্থাৎ জয়েন্টের ভেতরে হাড়ের একটি অংশ আলগা হয়ে গেছে বা চিড় ধরা পড়েছে, যা তার গতিশীলতায় বাধা সৃষ্টি করছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সার্জারির পর অন্তত ১০ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে কারভাহালকে। অর্থাৎ ২০২৫ সালের বাকি সময়ে মাঠে ফেরা কঠিন হয়ে পড়েছে তার জন্য। এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ লিগ ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচগুলোতে তাকে ছাড়া খেলতে হবে নতুন কোচ জাবি আলোনসোর দলকে।

এল ক্লাসিকোতে শেষ ১৯ মিনিট খেলেন কারভাহাল। ওই ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ২৭ পয়েন্ট, যা দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট বেশি।

কারভাহালের চোটের সমস্যা নতুন নয়। গত মৌসুমে, ২০২৪ সালের অক্টোবরে লা লিগার এক ম্যাচে হাঁটুর দুটি লিগামেন্ট ছিঁড়ে যায় তার, ফলে পুরো মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এ বছরের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে মাঠে ফেরেন এবং সেমিফাইনালে রিয়ালের হয়ে খেলেন। তবে এর পরও তাকে ভুগতে হয় মাংসপেশির টান ও হাঁটুর অস্বস্তিতে।

নতুন মৌসুমে জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ কিছুটা পরিবর্তন এনে তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন সূচনা করেছে। তবে অভিজ্ঞ অধিনায়ক কারভাহালের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে। বিশেষ করে ব্যাকলাইন পরিচালনা ও নেতৃত্বের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগ জানিয়েছে, সার্জারির পর কারভাহালের পুনর্বাসন প্রক্রিয়া ক্লাবের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, আগামী বছরের শুরুতে তিনি অনুশীলনে ফিরতে পারেন।

কারভাহালের নতুন এই চোট শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারেই নয়, বরং রিয়াল মাদ্রিদের মৌসুম পরিকল্পনায়ও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বছরের শেষ ভাগে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে এখন বিকল্প ডিফেন্ডারদের ওপরই নির্ভর করতে হবে আলোনসোর দলকে।

খেলাধূলা