মিয়ানমারের আপত্তিতে বাতিল আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ, হচ্ছে না বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি খেলাও

মিয়ানমারের আপত্তিতে বাতিল আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ, হচ্ছে না বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি খেলাও

খেলাধুলা ডেস্ক:
আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ। তার আগে ১৩ নভেম্বর বাংলাদেশে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। সব কিছু চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে মিয়ানমারের আপত্তিতে দুই ম্যাচই অনিশ্চয়তায় পড়ে গেছে।

মিয়ানমার বাংলাদেশে এসে আফগানিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়নি। তাদের এই অস্বীকৃতির পর থেকেই নতুন ভেন্যু নিয়ে ভাবতে শুরু করেছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। জানা গেছে, মিয়ানমার কিছু কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

এএফসির ওয়েবসাইটে এখনও ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের সূচি রয়েছে। কিন্তু অনুমোদনের পরও হঠাৎ করে সিদ্ধান্ত বদলে যাওয়ায় উঠছে নানা প্রশ্ন। ফুটবল মহলে গুঞ্জন—এএফসির সিনিয়র সহ-সভাপতি পদে মিয়ানমারের এক কর্মকর্তা রয়েছেন; তার প্রভাবেই কি এএফসি ভেন্যু পরিবর্তনের পথে হাঁটছে?

ফুটবল সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের নারী উইংয়ের প্রধান ও এএফসি নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ প্রায় এক দশক ধরে দায়িত্বে থাকলেও এএফসি প্রতিযোগিতায় বাংলাদেশ ক্লাব বা জাতীয় দল নানা ভোগান্তির মুখে পড়ে। কিন্তু এসব বিষয়ে তিনি কার্যকর কোনো ভূমিকা রাখছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

মিয়ানমার যদি না আসে, আফগানিস্তানও বাংলাদেশ সফর করবে না—এটাই এখন বাস্তবতা। ফলে ১৩ নভেম্বর নির্ধারিত বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচও বাতিল হয়ে গেছে।

এ অবস্থায় বাফুফে এখন নতুন প্রতিপক্ষ খুঁজছে। জানা গেছে, নেপালের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ১৮ নভেম্বর নেপালের নিজস্ব মাঠে হোম ম্যাচ থাকলেও ভেন্যু সংকটের কারণে তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে খেলবে। মালয়েশিয়া যাওয়ার আগে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে নেপাল, এমন সম্ভাবনা খতিয়ে দেখছে বাফুফে।

বাফুফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের অস্বীকৃতির পর আফগানিস্তানও আর ঢাকায় আসছে না। এএফসির অনুমোদন পাওয়ার পরও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের ঘটনায় ফেডারেশনের কর্মকর্তারা এখন গণমাধ্যমের সামনে নীরব।

উল্লেখ্য, ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। একই দিনে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজনের পরিকল্পনায় বাফুফে কর্মকর্তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু মিয়ানমারের অনাগ্রহে সেই আয়োজন এখন বাতিলের পথে।

খেলাধূলা