নেপালে রপ্তানি হলো ১,৪০৭ টন আলু

নেপালে রপ্তানি হলো ১,৪০৭ টন আলু

অর্থনীতি ডেস্কঃ: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হলো ১,৪০৭ টন আলু

স্থলবন্দর সূত্রে জানা যায়, রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত। এ আলুর মধ্যে ছিল এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু। বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান জানিয়েছেন, একদিনে সর্বোচ্চ ৬৭টি ট্রাকে আলু রপ্তানি করা হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা আলু রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে পাঠাচ্ছে। এর আগে, বুধবার ২৮ ট্রাকে ৫৮৮ টন আলু রপ্তানি করা হয়েছিল।

এই হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৩৯,০৩৯ টন আলু রপ্তানি হয়েছে

অর্থ বাণিজ্য