শাবনূর অস্ট্রেলিয়ায় ছেলের সঙ্গে হ্যালোইন উদ্‌যাপন

শাবনূর অস্ট্রেলিয়ায় ছেলের সঙ্গে হ্যালোইন উদ্‌যাপন

বিনোদন ডেস্ক

ঢালিউডের চিত্রনায়িকা শাবনূর পশ্চিমা বিশ্বের জনপ্রিয় উৎসব হ্যালোইনে অংশ নিয়েছেন। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন নায়িকা। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত তিনি ছেলের সঙ্গে বিভিন্ন ভয়ের সাজে মজার মুহূর্ত উপভোগ করেছেন।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, শাবনূর ও তার ছেলে ভূতের সাজে মেতে উঠেছেন। তাদের সঙ্গে উপস্থিত অন্যজনরা মমি ও জম্বি রূপে সজ্জিত ছিলেন। ছবিগুলিতে আতঙ্কপূর্ণ সাজের সঙ্গে আনন্দ ও খেলার মিশ্রণ ফুটে উঠেছে।

শাবনূর পোস্টে উল্লেখ করেছেন, এটি শুধুমাত্র মজার জন্য করা হয়েছে। নিজেকে তিনি ‘কুল মা’ হিসেবে বর্ণনা করেছেন।

হ্যালোইন উৎসব প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশে উদ্‌যাপন করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে এই উৎসব মৃতদের স্মরণ এবং আত্মার পৃথিবীতে আগমনের বিশ্বাসের সঙ্গে যুক্ত। ঢালিউডসহ আন্তর্জাতিক বিনোদন জগতে এই উৎসবকে মজার ও সৃজনশীল উপায়ে উদ্‌যাপন করা হয়ে থাকে।

বিনোদন