এলপিজির দাম কমল ২৬ টাকা, অটোগ্যাসও সস্তা হলো

এলপিজির দাম কমল ২৬ টাকা, অটোগ্যাসও সস্তা হলো

অর্থনীতি ডেস্ক

নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার বিইআরসি এ দাম ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের দামের পরিবর্তন এবং ডলারের বিনিময় হারের ওঠানামার কারণে স্থানীয় বাজারে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ১২ কেজি নয়, অন্যান্য সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা, যা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়।

গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যে ওঠানামা অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারমূল্যের ভিত্তিতে দেশে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে ৪ দফায় এবং বেড়েছে ৭ দফায়। এক দফায় দাম অপরিবর্তিত ছিল। ওই বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধি বা হ্রাসের সঙ্গে ডলারের মানের পরিবর্তন এবং আমদানি ব্যয়ও এ প্রক্রিয়ায় প্রভাব ফেলে। স্থানীয় বাজারে মূল্যসামঞ্জস্য বজায় রাখতে বিইআরসি মাসিক পর্যালোচনার মাধ্যমে এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারণ করে আসছে।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বরে গ্রাহকদের গ্যাস খাতে ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

অর্থ বাণিজ্য