ট্রাম্পের ‘বেপরোয়া শাসন’ মোকাবিলায় ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবামার

ট্রাম্পের ‘বেপরোয়া শাসন’ মোকাবিলায় ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবামার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির অন্যতম শীর্ষ নেতা বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আইনবহির্ভূত শাসন ও বেপরোয়া মনোভাব’-এর বিরুদ্ধে দলীয়ভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে এক জনসভায় এ আহ্বান জানান তিনি।

ওবামা বলেন, দেশ ও রাষ্ট্রব্যবস্থা বর্তমানে এক অন্ধকার পরিস্থিতির মধ্যে রয়েছে, যা মোকাবিলায় ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তার ভাষায়, “চলুন আমরা এই আইনবহির্ভূত ও বেপরোয়া শাসনের মুখোমুখী হই। এটি এখন জরুরি, কারণ আমাদের দেশ এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।”

তিনি এই বক্তব্য দেন ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে। নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রথা ও মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে।

ওবামা স্বীকার করেন যে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা সহজ নয়। তিনি বলেন, “আমি জানি না আমরা কোন পয়েন্ট থেকে শুরু করব, কারণ প্রতিদিনই হোয়াইট হাউস থেকে যে সব খবর আসছে, তা সম্পূর্ণ বিশৃঙ্খল ও উদ্বেগজনক। এই পরিস্থিতি দিনে দিনে আরও জটিল হচ্ছে।”

তিনি ট্রাম্প প্রশাসনের বৈদেশিক বাণিজ্য নীতি ও সংবিধানবহির্ভূত পদক্ষেপের সমালোচনা করেন। ওবামা বলেন, “বৈদেশিক বাণিজ্য শুল্কনীতি এমনভাবে চালু করা হয়েছে, যা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অবাক হয়েছি দেখে যে ব্যবসায়ী নেতারা ও আইনজীবীরা এমন নীতি মেনে নিচ্ছেন।”

ওবামা আরও বলেন, “সংবিধানকে উপেক্ষা করে বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হচ্ছে। রিপাবলিকান পার্টির অনেকেই বুঝতে পারছেন প্রেসিডেন্টের সিদ্ধান্তগুলো যুক্তিসঙ্গত নয়, কিন্তু তারা তবু তাকে থামাতে পারছেন না। তাই এখন দায়িত্ব নিতে হবে আমাদের—ডেমোক্র্যাটদের।”

একই দিন নিউ জার্সির নেওয়ার্ক শহরেও এক সমাবেশে বক্তব্য দেন ওবামা। সেখানে তিনি বলেন, “ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রতিটি দিন আমাদের জন্য এক অস্থিরতা নিয়ে এসেছে। সরকার কার্যত স্থবির হয়ে পড়েছে, জরুরি পরিষেবা চালাতে অর্থের টান পড়ছে, অথচ প্রেসিডেন্ট বলরুম নির্মাণে শত কোটি ডলার ব্যয় করছেন।”

বর্তমানে বারাক ওবামা প্রেসিডেন্টের দায়িত্ব শেষ করে পূর্ণ সময় রাজনীতিতে মনোনিবেশ করেছেন। তিনি এখনো ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি নিয়ে একটি রেজোলিউশন পাস হয়েছে, যেখানে প্রথমবারের মতো রিপাবলিকান পার্টির চারজন সিনেটর তার নীতির বিপক্ষে ভোট দেন। গত জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবার দলের ভেতর থেকে তার বিরুদ্ধে ভোটের নজির।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক