বিনোদন ডেস্ক:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নয়, সরাসরি বিয়ে করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
‘দিল রুবা’ নাটকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক ঘটে দুরেফিশান সেলিমের। এরপর তিনি ধারাবাহিকভাবে ‘পারিজাদ’, ‘কাইসি তেরি খুদগর্জি’ ও ‘ইশ্ক মুরশিদ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করেন।
সাম্প্রতিক সময়ে বিলাল আব্বাস খানের সঙ্গে তার অভিনীত ‘ইশ্ক মুরশিদ’ নাটকটি পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকে তিনি ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করেন। নাটকটির সাফল্যের পর থেকেই দুরেফিশান ও সহ-অভিনেতা বিলাল আব্বাস খানের মধ্যে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে ভাইরাল হয় অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার। সাক্ষাৎকারে উপস্থাপক তাকে প্রশ্ন করেন—‘প্রেমিক বা প্রেমের বিষয়ে আপনার মত কী?’ জবাবে দুরেফিশান বলেন, “আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম নয়, সরাসরি বিয়ে করবো।”
সাক্ষাৎকারের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভক্ত ও অনুসারীদের মধ্যে। কেউ কেউ মন্তব্য করছেন, সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে এই পুরনো মন্তব্য আবার সামনে আসায় বিষয়টি আরও আগ্রহের সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন। এটি উক্ত দুই অভিনেতার সঙ্গে তার প্রথম যৌথ কাজ ছিল। ধারাবাহিকভাবে একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে তিনি পাকিস্তানের তরুণ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


