জাতীয় ডেস্ক
রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে বিভিন্ন সংগঠনের দাবি-দাওয়া আদায়ের কর্মসূচি শুরু হওয়ায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হয়েছে। ফলে রাজধানীতে ব্যাপক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, একই দিনে একাধিক সংগঠনের কর্মসূচি চলায় রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং কিছু এলাকায় স্বাভাবিক গতি ফিরে আসতে সময় লাগছে।
ডিসি তালেবুর রহমান জানান, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণ, স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তিকরণের দাবিতে বিভিন্ন সংগঠন ঢাকা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। পাশাপাশি চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এবং ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডার পদে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।
এসব কর্মসূচির কারণে প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় যানবাহনের গতি স্বাভাবিকভাবে চলতে পারছে না বলে জানান তিনি। এতে সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে চালক ও যাত্রীদের প্রতি।
তালেবুর রহমান বলেন, “শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। তবু বিভিন্ন স্থানে কর্মসূচির কারণে সৃষ্ট যানজটে নাগরিকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও জানান, ডিএমপি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। যানবাহনের চাপ ও সড়ক অবরোধের পরিস্থিতি বিবেচনায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সাময়িক পরিবর্তন আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মসূচিগুলো দুপুর পর্যন্ত চলমান থাকায় শহরের বেশ কয়েকটি প্রধান সড়কে যানজটের মাত্রা বেড়ে যায়। বিকেলের দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছে ট্রাফিক বিভাগ।


