বৃষ্টির বাধায় দেরি মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল

বৃষ্টির বাধায় দেরি মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল

খেলাধুলা ডেস্ক

দুইবার নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেললেও এখনো শিরোপার স্বাদ পায়নি ভারত। নিজেদের তৃতীয়বারের মতো ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হয়েছে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়ারা-ও এখনো পর্যন্ত কোনোবারই চ্যাম্পিয়ন হয়নি। ফলে এবারের ফাইনাল দুই দলের জন্যই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এনে দিয়েছে।

তবে ফাইনালের উত্তেজনায় আগেই পানি ঢেলেছে বৃষ্টি। মুম্বাইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হওয়ার নির্ধারিত সময় থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা পরেও টস অনুষ্ঠিত হয়নি, মাঠ কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে মুম্বাইয়ে বৃষ্টি থেমেছে। তবে মাঠ খেলার উপযোগী করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা। এখনো টস বা খেলা শুরুর সময় নির্ধারণ করা যায়নি।

আজকের ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা সময় সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার মধ্যে খেলা শুরু করা গেলে পূর্ণ ৫০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব হবে। যদি ততক্ষণে খেলা শুরু না হয়, তবে ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

নিয়ম অনুযায়ী, অন্তত ২০ ওভারের ম্যাচ আয়োজনের শেষ সময় বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচটি রিজার্ভ ডেতে গড়াবে। সে ক্ষেত্রে সোমবার একই অবস্থা থেকে পুনরায় খেলা শুরু হবে।

নারী ওয়ানডে ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকা এ পর্যন্ত ৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০ ম্যাচে জিতেছে ভারত, ১৩ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এগিয়ে ভারতীয় নারীরা। তবে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সব হিসাবই নতুনভাবে লেখা হয়।

উভয় দলই ইতিহাস গড়ার সুযোগ নিয়ে মাঠে নামছে। ভারতীয় নারী দল ঘরের মাঠে শিরোপা জিততে পারলে দেশের নারী ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৩ সালে পুরুষ দলের বিশ্বকাপ জয়ের মতো এই সাফল্যও ভারতে নারী ক্রিকেটের চিত্র বদলে দিতে পারে।

বিশ্ব ক্রিকেটের নজর এখন মুম্বাইয়ের আকাশে—বৃষ্টি থামলে শুরু হবে নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন গড়ার লড়াই।

খেলাধূলা