জাতীয় ডেস্ক:
ঢাকার মেট্রোরেল চলাচলে আজ রোববার (২ নভেম্বর) দুপুরে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার নিক্ষেপের ঘটনায় প্রায় আধা ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাত ব্যক্তিরা পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর একটি তার নিক্ষেপ করে। এতে বৈদ্যুতিক সংযোগে বিঘ্ন ঘটায় নিরাপত্তার স্বার্থে ১টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে ত্রুটি নিরসন শেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।
ঘটনার পর বিকেল দেড়টার দিকে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানা গেছে। তবে চলাচল বন্ধ থাকায় সাময়িকভাবে বিভিন্ন স্টেশনে যাত্রীদের চাপ বেড়ে যায়, বিশেষ করে উত্তরা উত্তর, পল্লবী ও কাজীপাড়া স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। বৈদ্যুতিক লাইনের ওপর তার নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আছে কিনা, তা যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে মেট্রোরেল চলাচল এলাকায় নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেল একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিদিন হাজারো যাত্রী পরিবহন করে আসছে। চলাচলে যেকোনো ধরনের বিঘ্ন নগরবাসীর যাতায়াতে সরাসরি প্রভাব ফেলে। তাই কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।


