অর্থনীতি ডেস্ক
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর আসন্ন নির্বাচন স্থগিত করেছে নির্বাচন বোর্ড। মহামান্য হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০২৫ (শনিবার) নির্ধারিত ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং–৪১৭৬/২০২৫ মামলার আদেশ অনুযায়ী পূর্ব ঘোষিত তফসিল অনুসারে ১ নভেম্বরের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৫৬, তারিখ ৩০ অক্টোবর ২০২৫।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চেম্বার নির্বাচন কমিশন ও সিসিসিআই কর্তৃপক্ষ ইতোমধ্যে ভোটগ্রহণ সম্পর্কিত কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন অফিস, সিটি কর্পোরেশন, ট্রাফিক বিভাগ, আনসার, পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে চিঠি প্রেরণ করেছিল। হাইকোর্টের নির্দেশনার কারণে এসব কার্যক্রমও আপাতত স্থগিত থাকবে।
চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচন বোর্ডের কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনার পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
চেম্বার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের একাধিক প্যানেল অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ভোটগ্রহণ স্থগিত হওয়ায় প্রার্থীরা ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইনি বিশেষজ্ঞদের মতে, হাইকোর্টের এই আদেশের ফলে নির্বাচনের তফসিল কার্যত স্থগিত অবস্থায় রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম চালানো যাবে না।
নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী চট্টগ্রাম চেম্বার নির্বাচনের নতুন তারিখ ও তফসিল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।


