জাতীয় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৯ অক্টোবর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক জনস্বার্থমূলক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ডাকযোগে ভোট প্রদানের এই নতুন প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করা হচ্ছে।
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট www.ecs.gov.bd


