খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ বুধবার ইসফাক আহসানের পরিবর্তে রুবাবাকে বিসিবির কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে।
গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি দুইজন মনোনীত পরিচালক ঘোষণা করে। তাঁদের একজন ছিলেন এম ইসফাক আহসান। মনোনয়নের দিনই ইসফাককে ঘিরে বিতর্কের সৃষ্টি হয় এবং একই রাতে এনএসসি তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয়।
আজ এনএসসির পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসান স্বাক্ষরিত দুইটি পৃথক চিঠিতে রুবাবা দৌলাকে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। এনএসসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসফাক আহসান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সাধারণত কাউন্সিলর মনোনয়নের পর তা বোর্ড সভায় অনুমোদিত হয় এবং পরবর্তী সময়ে পরিচালক মনোনয়ন দেওয়া হয়। তবে এবারে একই দিনে কাউন্সিলর ও পরিচালক দু’টি মনোনয়ন একসঙ্গে জারি করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, আজকের সভায় রুবাবা দৌলার কাউন্সিলর হিসেবে অনুমোদন মিললে পরিচালক হিসেবেও তাঁর অনুমোদন চূড়ান্ত হতে পারে। অনুমোদন সম্পন্ন হলে তিনি আজ থেকেই বিসিবির পরিচালক হিসেবে সভায় যোগ দিতে পারবেন।
বর্তমান পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা ২৪ জন। রুবাবা দৌলা এই তালিকায় সর্বশেষ সংযোজন হিসেবে যুক্ত হচ্ছেন।
রুবাবা দৌলা বাংলাদেশের করপোরেট অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি বর্তমানে ওরাকল বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলোর উচ্চপদে কর্মরত ছিলেন।
ক্রীড়া সংগঠক হিসেবেও রুবাবা দৌলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষক মহলে ধারণা করা হচ্ছে, করপোরেট নেতৃত্ব ও ক্রীড়া সংগঠনের অভিজ্ঞতা বিসিবির প্রশাসনিক কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে। নারী ক্রীড়ায় তাঁর সক্রিয় ভূমিকার কারণে ভবিষ্যতে বিসিবিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারেন রুবাবা দৌলা।


