জাতীয় ডেস্ক
ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫: রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার সকাল ১১টার দিকে সাংবাদিকদের জানান, রেললাইনের ফিশ প্লেট মেরামতকাজের কারণে মগবাজার রেল ক্রসিংয়ের সংলগ্ন সড়কে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, “মগবাজার রেল ক্রসিংয়ে মেরামতকাজ চলমান থাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হচ্ছে, কাজ চলাকালীন বিকল্প সড়ক ব্যবহার করতে।”
ডিএমপি জানায়, চলমান রেললাইন সংস্কারের কারণে মগবাজার, তেজগাঁও, শান্তিনগর ও মালিবাগমুখী কিছু সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ দ্রুত শেষ করার জন্য পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, মেরামতকাজ চলাকালীন সময়ে যানজট এড়াতে বিকল্প হিসেবে তেজগাঁও, মাউন্ট ব্যাটেন রোড ও শান্তিনগর-এস্কাটন রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফিশ প্লেট মেরামতের এই কাজটি রেললাইন নিরাপত্তা ও ট্রেন চলাচলের মানোন্নয়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে। মগবাজার রেল ক্রসিং রাজধানীর অন্যতম ব্যস্ত রেল ও সড়ক সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন ওই এলাকা দিয়ে চলাচল করে।
সংস্কারকাজ চলাকালীন যানজটের আশঙ্কা থাকলেও, ডিএমপি জানিয়েছে—ট্রাফিক পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
রেললাইন মেরামত সম্পন্ন হলে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


