বিনোদন ডেস্ক
বলিউড তারকা শাহরুখ খান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, খুব শিগগিরই কলকাতা সফর করবেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে শাহরুখ খান বলেন, “মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও জানাই শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।”
গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হয় তাকে। চলচ্চিত্র অঙ্গন, রাজনৈতিক মহল ও তার ভক্তদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
নিজের পোস্টে মমতা লেখেন, “আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।” এই বার্তায় শাহরুখকে ‘ভাই’ সম্বোধন করে মুখ্যমন্ত্রী তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ ঘটান।
শাহরুখ খানের পক্ষ থেকে উত্তর পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা আবারও আলোচনায় আসে। অভিনেতার ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই অনুমান করছেন, শাহরুখ খান হয়তো আগামী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
প্রতি বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান নিয়মিত অতিথি হিসেবে অংশ নিতেন। তিনি এই উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও পরিচিত। তবে গত কয়েক বছর বিভিন্ন কারণে তাকে সেখানে দেখা যায়নি। ফলে তার কলকাতা সফরের ইঙ্গিত ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। মমতা প্রায়ই তাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন এবং শাহরুখও মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ হিসেবে সম্মান জানান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে শাহরুখের সঙ্গে রাজ্য সরকারের নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার নজিরও রয়েছে।
চলচ্চিত্র উৎসব ছাড়াও কলকাতা শহরের সঙ্গে শাহরুখ খানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন প্রচারণার অংশ হিসেবে শাহরুখকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর অব বেঙ্গল’ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে কেকেআর দলের মাধ্যমে কলকাতার সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমার সাফল্যের পর শাহরুখ খান আবারও বলিউডে ‘কিং’ হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছেন। দীর্ঘদিন পর বড় পর্দায় তার ফিরে আসা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ বছরও শাহরুখের জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের মান্নাতের সামনে হাজারো ভক্ত সমবেত হয়ে তাকে শুভেচ্ছা জানান।
অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় স্পষ্ট যে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ এবং কলকাতার প্রতি তার টান অটুট রয়েছে। তার এই ঘোষণা কলকাতার চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, শাহরুখ খানের আসন্ন সফর রাজ্য সরকারের আয়োজিত সাংস্কৃতিক উৎসব কিংবা চলচ্চিত্র উৎসবের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎসবের আয়োজক কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে অতিথিদের নাম ঘোষণা করেনি। তবে শাহরুখ খানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে তার সাম্প্রতিক বক্তব্য।
শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পারস্পরিক সৌহার্দ্য শুধু চলচ্চিত্র অঙ্গনেই নয়, রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলেছে। শাহরুখের এই ঘোষণা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।


