বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি দেশের বাইরে মালয়েশিয়ায় জন্মদিন উদযাপন শেষে দেশে ফিরেছেন। ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন, যা তিনি এ বছর বিশেষভাবে পালন করেন প্রায় ১০ দিনের বিদেশ সফরে।
অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও পরীমনি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন। জন্মদিনের এই সফর নিয়েও তিনি তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেছেন। শনিবার (১ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি জানান, দীর্ঘ ১০ দিনের এই সফর ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
পরীমনি জানান, এটি ছিল দেশের বাইরে তার প্রথম দীর্ঘ সময়ের জন্মদিন উদযাপনের পরিকল্পনা। তিনি লেখেন, “আজ আমাদের বাড়ি ফেরা হলো। ১০ দিনের জন্য দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট সাতজন ছিলাম।”
অভিনেত্রীর দেওয়া তথ্যানুযায়ী, সফরে তার সঙ্গে ছিলেন ছেলে রাজ্য, ছেলের ন্যানি মোবারক, ম্যানেজার তুরান, বন্ধু শাওন, সহকর্মী চঞ্চল ও মনুজান নাইম। তারা সবাই মিলে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন এবং বিশেষ দিনটি উদযাপন করেছেন লংকি আইল্যান্ডে।
পরীমনি তার পোস্টে আরও জানান, সফরের প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করেছেন। তিনি লিখেছেন, “যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সবাই কত ছবি-ভিডিও করলাম সারা পথ। ১০ দিন একসঙ্গে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুনভাবে চিনতে পারলাম নিজেদের। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো, আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতি হলো আমাদের সবার জীবনে।”
অভিনেত্রী আরও জানান, ভ্রমণের সময় সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় ছিলেন না। কারণ, তারা সফরের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলেন। পরীমনি বলেন, “আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিমকার্ডও কিনিনি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক্যাপচার করা হয়েছে, তার সব অবদান শাওনের।”
সফর শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “সবাইকে ধন্যবাদ। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সবাইকে।”
উল্লেখ্য, ২৪ অক্টোবর মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কেটে নিজের বিশেষ দিনটি উদযাপন করেন পরীমনি। সেদিন ফেসবুকে নিজের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন—“এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।”
অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকলেও সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন পরীমনি। তার সাম্প্রতিক এই সফর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।


