শিগগিরই পেশাদার ফুটবল ছাড়ার ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনালদোর

শিগগিরই পেশাদার ফুটবল ছাড়ার ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনালদোর

খেলাধুলা ডেস্ক

পেশাদার ফুটবল ক্যারিয়ারের অবসান ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি দ্রুততম সময়ের মধ্যেই ফুটবলকে বিদায় জানাতে চান, যদিও অবসরের সুনির্দিষ্ট সময় এখনো জানাননি। বর্তমানে তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে অংশ নেওয়া এবং ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করা।

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “শিগগিরই ঘোষণা দেব। আমার মনে হয় আমি প্রস্তুত হয়ে উঠছি। যদিও সিদ্ধান্তটি খুবই কঠিন। কিন্তু ২৫ থেকে ২৭ বছর বয়সেই আমি এই মুহূর্তের জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। ফুটবলে গোল করার পর যে অনুভূতি পাওয়া যায়, তার সঙ্গে কিছুই তুলনীয় নয়।”

তিনি আরও বলেন, “সবকিছুরই একটা শুরু ও শেষ আছে। আমি এখন নিজের ও পরিবারের জন্য, সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ চাই। তাই মনে হচ্ছে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।”

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে, আর বিশ্বকাপ মঞ্চে তার অভিষেক ২০০৬ আসরে। এর পর থেকে তিনি পরপর পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। তবে কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের স্বাদ এখনও পাননি। বিশ্বকাপ না জিতলেও নিজের অর্জন নিয়েই গর্বিত রোনালদো। তার ভাষায়, “কোনো একটি টুর্নামেন্ট জিতেই কি নির্ধারণ করা যায়, কে ইতিহাসের সেরা খেলোয়াড়? আমি কি ছয়-সাতটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করব? আমি যা করেছি, সেটাই আমার পরিচয়।”

জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এখন পর্যন্ত রোনালদোর গোলসংখ্যা ৯৫২। ফলে ১,০০০ গোলের লক্ষ্য থেকে তিনি আর তেমন দূরে নন। এই মাইলফলক ছোঁয়াই হয়তো তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তিনি এই ক্লাবে যোগ দেন। ওল্ড ট্রাফোর্ডে শেষ দিকের সময়টা তার জন্য সুখকর ছিল না; তৎকালীন কোচ এরিক টেন হাগের সঙ্গে বিরোধের কারণে নিয়মিত খেলার সুযোগ পাননি তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি নিজের ভালোবাসা এখনও অটুট বলে জানান রোনালদো। তিনি বলেন, “আমি হতাশ, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব। তারা এখনো আমার হৃদয়ে রয়েছে। কিন্তু বর্তমানে ক্লাবটির কোনো স্পষ্ট কাঠামো নেই। আশা করি ভবিষ্যতে তারা পরিবর্তন আনবে, কারণ তাদের সম্ভাবনা বিশাল। কোচ রুবেন অ্যামোরিম তার সেরাটা দিচ্ছেন, কিন্তু মিরাকল সম্ভব নয়।”

সাম্প্রতিক মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল নিম্নমানের। ১৯৭৩-৭৪ মৌসুমের পর এবারই প্রথম দলটি শীর্ষ ১৫ দলের বাইরে থেকে মৌসুম শেষ করেছে। রোনালদোর মতে, ক্লাবের বর্তমান সংকট শুধু কোচ বা খেলোয়াড়দের কারণে নয়; বরং এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির ফল।

রোনালদোর এই সাক্ষাৎকারটি দুই পর্বে প্রকাশিত হচ্ছে, যার প্রথমটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ফুটবলবিশ্বে এই সাক্ষাৎকারকে তার সম্ভাব্য অবসরের আনুষ্ঠানিক ভূমিকা বলে মনে করা হচ্ছে।

দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়িয়ে আসা রোনালদো এখন পর্যন্ত পাঁচটি ব্যালন ডি’অর, চারটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জনের মালিক। তার ক্যারিয়ারজুড়ে তিনি খেলেছেন স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে আল নাসরের হয়ে।

যদিও অবসরের সুনির্দিষ্ট সময় তিনি জানাননি, তবে পর্যবেক্ষকদের ধারণা, রোনালদো ২০২৬ সালের বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে বিদায় নিতে পারেন।

খেলাধূলা