আইন ও আদালত ডেস্ক
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
লতিফ সিদ্দিকীর আইনজীবী জানান, হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম দায়ের করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।
সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনের ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লতিফ সিদ্দিকী বক্তব্য দেন এবং অভিযোগ অনুসারে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক মন্তব্য করেন। তার ওই বক্তব্যে উপস্থিত ব্যক্তিদের প্ররোচিত করার অভিযোগও আনা হয়।
বৈঠক শেষে পুলিশের অভিযানে উপস্থিত ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশের তদন্তে আরও বলা হয়, সংগঠনটি ৫ আগস্ট আত্মপ্রকাশ করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানায়। তবে পুলিশের অভিযোগ, এই সংগঠনের কার্যক্রমের আড়ালে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছিল।
আইনজীবীদের মতে, হাইকোর্টের এই জামিন আদেশের ফলে লতিফ সিদ্দিকী আপাতত মুক্ত হতে পারেন, তবে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী পদক্ষেপের ওপর তার মুক্তি টিকে থাকবে কি না, তা নির্ভর করবে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর।


