দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত অন্তত ৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত অন্তত ৯

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে টৌরা ও টাইর শহরের আশপাশে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের উপকূলীয় টৌরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নিহত হন এবং অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া টাইর শহরের নিকটবর্তী তায়ের দেবা এলাকায় আরেকটি হামলায় একজন আহত হয়েছেন।

এ ছাড়া লেবাননের সীমান্তবর্তী তায়বে ও আইতা আল-জাবাল শহরেও ইসরায়েলি হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার ফলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লেবানন ও ইসরায়েলের সীমান্ত অঞ্চলে গত কয়েক মাস ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েল দাবি করছে, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে প্রতিক্রিয়া জানাচ্ছে।

বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে চলমান হামলার পরিপ্রেক্ষিতে তারা কোনো রাজনৈতিক আলোচনায় বসবে না। সংগঠনটি বলেছে, “জাতীয় সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকার অক্ষুণ্ণ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

হিজবুল্লাহর রাজনৈতিক শাখার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও মিসর সম্প্রতি লেবাননের রাজনৈতিক নেতাদের ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে চাপ দিচ্ছিল। এই পরিস্থিতিতেই হিজবুল্লাহ আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়।

লেবানন ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর থেকে এখনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়নি, যদিও জাতিসংঘের তত্ত্বাবধানে সীমান্তে একটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। এই পর্যবেক্ষণ কাঠামোতে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও জড়িত।

বর্তমানে দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযমের আহ্বান জানাচ্ছে। ইউএনআইএফআইএল মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক হামলার বিষয়ে তারা ইসরায়েল ও লেবাননের উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সীমান্তে উত্তেজনা কমাতে কাজ করছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহ তাদের ভূখণ্ডে আঘাত হানছে এবং তারা সেই হামলার প্রতিক্রিয়া জানাচ্ছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, গাজা উপত্যকায় চলমান সংঘাতের পাশাপাশি লেবানন সীমান্তেও উত্তেজনা বাড়তে থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

আন্তর্জাতিক