নতুন ছবির প্রচারে রাশমিকা মান্দানার বক্তব্যে আলোড়ন

নতুন ছবির প্রচারে রাশমিকা মান্দানার বক্তব্যে আলোড়ন

বিনোদন ডেস্ক

আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’। ছবির প্রচার উপলক্ষে সম্প্রতি অভিনেত্রী অংশ নেন জগপতি বাবুর উপস্থাপিত টেলিভিশন শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-তে। সেখানে নারী জীবনের অভিজ্ঞতা নিয়ে এক প্রশ্নের জবাবে রাশমিকার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শো চলাকালে উপস্থাপক জগপতি বাবু অভিনেত্রীর স্কুলজীবনের একটি পুরোনো আলোচনার প্রসঙ্গ তুললে রাশমিকা বলেন, “আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তখনই তারা বুঝতে পারবে নারীরা প্রতি মাসে কতটা শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যায় এবং কীভাবে সব সামলে নিতে হয়।”

অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, রাশমিকার বক্তব্য নারীর অভিজ্ঞতা ও শারীরিক কষ্ট সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। অন্যদিকে, কেউ কেউ মন্তব্যটিকে বিতর্কিত বলে সমালোচনা করেছেন।

রাশমিকা মান্দানা শোতে অংশ নেওয়ার সময় তাঁর হাতে থাকা একটি আংটি নিয়েও দর্শকদের কৌতূহল তৈরি হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক মজা করে বলেন, “তোমার জীবনে অনেক ‘বিজয়’। বিজয় দেবেরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতি ভক্ত, বিজয় থালাপতি চিরকালের প্রিয়— মনে হচ্ছে তুমি বিজয় আর ‘বিজয়ম’ (সাফল্য) দুটোই পেয়ে গেছ।” এ সময় অভিনেত্রী হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি এড়িয়ে যান।

চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এ রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দীক্ষিত শেট্টি। রাহুল রবীন্দ্রন পরিচালিত এই রোমান্টিক নাটকটি তরুণদের পারস্পরিক সম্পর্ক ও আবেগ নিয়ে নির্মিত। পরিচালক জানিয়েছেন, ছবির কাহিনি সমসাময়িক সম্পর্কের মানসিক জটিলতা এবং প্রেমে পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরবে।

অভিনয় জীবনের পাশাপাশি রাশমিকা বর্তমানে একাধিক চলচ্চিত্র প্রকল্পে যুক্ত রয়েছেন। তিনি বলিউডের নারীকেন্দ্রিক ছবি ‘মাইসা’-এর শুটিং করছেন এবং শিগগিরই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে কাজ শুরু করবেন বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনও থামছে না অভিনেত্রীকে ঘিরে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও দুজনই প্রকাশ্যে এই সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি তাঁদের ঘরোয়া আংটি বদলের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

চলচ্চিত্রপাড়ার পর্যবেক্ষকদের মতে, ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির আগেই রাশমিকার সাম্প্রতিক মন্তব্য ও ব্যক্তিগত জীবনের আলোচনায় ছবিটি দর্শকদের মধ্যে অতিরিক্ত আগ্রহ সৃষ্টি করেছে। পরিচালক ও প্রযোজনা সংস্থা আশা করছে, সিনেমাটি মুক্তির পর তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক ও সহমর্মিতার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

বিনোদন