ক্যাটরিনা কাইফের কোলজুড়ে এলো পুত্র সন্তান, আপাতত হাসপাতালেই থাকছেন অভিনেত্রী

ক্যাটরিনা কাইফের কোলজুড়ে এলো পুত্র সন্তান, আপাতত হাসপাতালেই থাকছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে তাদের সন্তানের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ও সুস্থ।

তবে সুস্থ থাকলেও এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না অভিনেত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে ক্যাটরিনাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে কতদিন তিনি সেখানে থাকবেন বা কেন ছাড়পত্র বিলম্বিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাধারণত হাসপাতালে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ক্যাটরিনার ক্ষেত্রে হাসপাতাল প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসক দলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মা ও নবজাতকের পূর্ণ আরোগ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না।

এদিকে, পুত্র সন্তানের আগমনে আনন্দে ভাসছেন বলিউডের জনপ্রিয় এই দম্পতি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। সহ-অভিনেত্রী কারিনা কাপুর খান এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “ক্যাট, মম ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য আমি অত্যন্ত খুশি।” যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, “দারুণ খুশি হয়েছি! তোমাদের জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা।”

অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করেছেন, “ভিকি ও ক্যাটরিনার জন্য এটি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ঈশ্বর তাদের মঙ্গল করুন।” অনিল কাপুর, নেহা ধুপিয়া, সোনম কাপুরসহ একাধিক বলিউড তারকাও সামাজিক মাধ্যমে নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ব্যক্তিগত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিবাহের পর থেকেই তারা বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিতি পান। দীর্ঘদিন পর তাদের পরিবারে নতুন সদস্যের আগমন ভক্তদের মধ্যেও আনন্দের উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

চলতি সপ্তাহেই ভিকি কৌশল হাসপাতালের বাইরে সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্তভাবে জানান, “সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে, মা ও সন্তান দুজনই ভালো আছে।” ভক্তরা দ্রুত ক্যাটরিনা ও নবজাতকের সুস্থতা কামনা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন।

মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতাল বলিউড তারকাদের জন্য অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে একাধিক শীর্ষ তারকার সন্তানও এই হাসপাতালেই জন্ম নিয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা সম্পন্ন হলে আগামী কয়েকদিনের মধ্যেই ক্যাটরিনা কাইফকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

বিনোদন