রাজনীতি ডেস্ক
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামি বাংলাদেশ আপসহীনভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন দলের আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঢাকা-১৫ আসনে জামায়াত সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির আব্দুর রহমান মূসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৫ আসনের সচিব শাহ আলম তুহিন, কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামি প্রতিশ্রুতির রাজনীতিতে নয়, বরং কথার সঙ্গে কাজের মিল রেখে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল নানা অঙ্গীকার করলেও নির্বাচনের পর তা রক্ষা করে না। এতে জনগণ দীর্ঘদিন ধরে প্রতারিত হয়েছে। তিনি বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভোটারদের এবার সচেতন সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন, “এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”
জামায়াত আমির বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের নীতি ও দিকনির্দেশনা নির্ধারণে কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না।” তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে পরিচালিত হবে এবং কোনো দেশের প্রভাব বা হুমকিকে পরোয়া করা হবে না।
তিনি আরও বলেন, “যদি জনগণ আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা এমন এক আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলব, যারা সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবে।”
অতীতের দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দীর্ঘদিন অতীত নিয়ে বিভক্ত থেকেছি, যার ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি। এখন সময় এসেছে ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়ার।”
তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে জামায়াতে ইসলামি সরকার নৈতিক ও আধুনিক জাগতিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সভ্য ও উন্নত দেশগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করবে।
এর আগে ডা. শফিকুর রহমান রাজধানীর পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমা, বাইতুল আরাফা মসজিদে আসর ও বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশেও বক্তব্য দেন।


