বিনোদন ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত দুটি বহুল আলোচিত সিনেমা এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে প্রশংসিত ‘পুতুলনাচের ইতিকথা’ এবার দেখা যাবে হইচই-তে, আর বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’।
প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ পরিচালনা করেছেন সুমন মুখার্জি। সিনেমাটি গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা লাভ করে। এবার ১৪ নভেম্বর থেকে এটি স্ট্রিমিং হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।
সিনেমাটিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে শশী ও কুমুদের ভূমিকায় রয়েছেন আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সুরঙ্গনা ব্যানার্জি ও শান্তিলাল মুখার্জি। মানিক ব্যানার্জির উপন্যাসের সামাজিক বাস্তবতা ও মনস্তাত্ত্বিক জটিলতা সিনেমাটিতে গভীরভাবে ফুটে উঠেছে বলে সমালোচকরা মন্তব্য করেছেন।
এদিকে জয়া আহসান বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মেও আলোচনায় রয়েছেন তার নতুন সিনেমা ‘ফেরেশতে’ নিয়ে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি গত ২ নভেম্বর মুক্তি পেয়েছে বঙ্গ-তে। সিনেমাটির পরিচালক ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এর আগে এটি ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।
‘ফেরেশতে’ সিনেমাটি সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। গল্পে দেখা যায়, ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসকর্মী স্ত্রীর টিকে থাকার লড়াই, বঞ্চনা এবং মানবিকতার প্রতিচ্ছবি। সিনেমাটিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান এবং স্বামীর চরিত্রে সুমন ফারুক। এছাড়া শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
সমালোচকরা বলছেন, দুটি সিনেমাই জয়া আহসানের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সংযোজন। ‘পুতুলনাচের ইতিকথা’-তে সাহিত্যনির্ভর চরিত্রে তার পরিমিত সংলাপ ও আবেগের প্রকাশের দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। অন্যদিকে ‘ফেরেশতে’য় তিনি সামাজিক বাস্তবতার মধ্যে মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন।
চলচ্চিত্রবিশ্লেষকদের মতে, দুই বাংলায় সমান জনপ্রিয় জয়া আহসান তার অভিনয়গুণে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও জায়গা তৈরি করছেন। একদিকে সাহিত্যভিত্তিক সিনেমায় চরিত্রের গভীরতা, অন্যদিকে সমাজের অবহেলিত মানুষের গল্পে বাস্তবতা—এই দুই ভিন্নধর্মী চরিত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলেছেন তিনি।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওটিটি দর্শকদের জন্য নভেম্বর মাসটি হতে যাচ্ছে জয়া আহসানের সিনেমার মাস। একদিকে ‘পুতুলনাচের ইতিকথা’-র সাহিত্যনির্ভর আবহ, অন্যদিকে ‘ফেরেশতে’-র মানবিক বাস্তবতার কাহিনি—দুটি ভিন্ন প্রেক্ষাপটে নির্মিত হলেও উভয় সিনেমায় জয়া আহসানের অভিনয় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।


