জাতীয় ডেস্ক
অন্তর্বর্তী সরকার ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে এ দুটি প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা।
গত ৬ নভেম্বর তারিখে স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। আজ রোববার (৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রজ্ঞাপন জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সরকারি সূত্র জানায়, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর মূল উদ্দেশ্য হলো নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, উপাত্ত ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধি করা এবং অননুমোদিত উপাত্ত ব্যবহারের ক্ষেত্রে শাস্তির বিধান নির্ধারণ করা। এতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার ও প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ দেশের সরকারি ও বেসরকারি খাতে সংগৃহীত উপাত্তসমূহের মান, নিরাপত্তা ও ব্যবস্থাপনা কাঠামো নির্ধারণে নির্দেশনামূলক ভূমিকা রাখবে। অধ্যাদেশটি দেশের তথ্য ব্যবস্থাপনায় একটি অভিন্ন কাঠামো গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে, যা সরকারি পরিকল্পনা, নীতিনির্ধারণ ও গবেষণায় সহায়ক ভূমিকা রাখবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক বাস্তবায়ন হলে অধ্যাদেশ দুটি দেশের সাইবার নিরাপত্তা ও তথ্যগোপনীয়তা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।


