বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তুমুল আলোচনা চলছে। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং তারকাবহুল অভিনয়শিল্পী—সব মিলিয়ে এটিকে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশনধর্মী সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
ভারতের শীর্ষস্থানীয় বিনোদনমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, সিনেমাটির প্রাথমিক বাজেট ধরা হয়েছিল প্রায় ১৫০ কোটি রুপি। কিন্তু গল্পের পরিসর বৃদ্ধি, জটিল ভিএফএক্স প্রযুক্তির ব্যবহার এবং একাধিক আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য সংযোজনের ফলে চূড়ান্ত বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপি। এতে এখনো প্রোমোশন বা বিপণন খরচ অন্তর্ভুক্ত করা হয়নি, যা পরবর্তীতে ব্যয়ের অঙ্ক আরও বাড়াতে পারে।
প্রথমদিকে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, যিনি এটি একটি মাঝারি বাজেটের থ্রিলার হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে পরবর্তীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখ খানের সঙ্গে বসে ছবিটির গল্প ও পরিসর নতুনভাবে সাজান। সিদ্ধার্থের পূর্ববর্তী দুটি হিট অ্যাকশন সিনেমা ‘ওয়ার’ ও ‘পাঠান’-এর মতোই এবারও তিনি চেয়েছেন দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা উপহার দিতে, যা ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি।
‘কিং’-এ থাকবে ছয়টি বৃহৎ আকারের অ্যাকশন সিকোয়েন্স—যার তিনটি বাস্তব লোকেশনে এবং বাকি তিনটি বিশেষভাবে নির্মিত সেটে ধারণ করা হবে। সিনেমার শুরুতেই শাহরুখ খানের পরিচয় দৃশ্যকে কেন্দ্র করে ব্যয় করা হচ্ছে বিপুল অর্থ, যা প্রযোজনা দলের মতে ছবিটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
চলচ্চিত্রটির অ্যাকশন কোরিওগ্রাফি ও স্টান্ট ডিজাইন তত্ত্বাবধান করছেন ইউরোপ ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানে সিনেমাটি নির্মাণের লক্ষ্য নিয়েছে প্রযোজনা সংস্থা।
সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এবং সিদ্ধার্থ আনন্দের স্ত্রী মমতা আনন্দ। শাহরুখ নিজেও নির্বাহী প্রযোজক হিসেবে প্রকল্পে যুক্ত আছেন। তাদের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ভিএফএক্স টিম কাজ করছে সিনেমার পোস্ট-প্রোডাকশন অংশে।
‘কিং’-এর মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। তবে সিনেমার শুটিং চলতি বছরের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ছবিটি নিয়ে বলিউডের ট্রেড বিশ্লেষক ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, শাহরুখ খানের গত কয়েকটি ব্লকবাস্টার সিনেমা—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এর ধারাবাহিকতায় ‘কিং’ হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে সিনেমাটি মুক্তির পর ভারতের চলচ্চিত্র ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রেড বিশ্লেষকরা বলছেন, ভারতের চলচ্চিত্র বাজারে বর্তমানে উচ্চ বাজেটের সিনেমার চাহিদা যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক দর্শকদের কাছেও বলিউডের পরিসর সম্প্রসারিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে ‘কিং’ শুধু শাহরুখ খানের ক্যারিয়ারের মাইলফলকই নয়, বরং ভারতীয় সিনেমার নতুন উচ্চতা স্পর্শ করার সম্ভাবনাও তৈরি করছে।


