ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে পুত্রসন্তান, ভুয়া মন্তব্যে বিতর্কে সালমান খান

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে পুত্রসন্তান, ভুয়া মন্তব্যে বিতর্কে সালমান খান

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৮ নভেম্বর) এক যৌথ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে তারা পুত্রসন্তানের জন্মের খবর জানান। খবরটি প্রকাশের পর থেকেই বলিউডের সহকর্মী ও ভক্তদের পক্ষ থেকে অভিনন্দনের ঢল নামে।

তবে সন্তান জন্মের সুখবরের মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়া এক ভুয়া মন্তব্যের স্ক্রিনশটকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার পোস্টের নিচে অভিনেতা সালমান খান নাকি মন্তব্য করেছেন, “এই সব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ করো।” পোস্টটি মুহূর্তেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং তুমুল আলোচনার জন্ম দেয়।

তবে পরে নিশ্চিত হওয়া যায়, ওই মন্তব্যের স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সালমান খান ক্যাটরিনা কাইফ বা তার পরিবারের ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করেননি। বলিউডের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, সালমানের সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য করা হয়নি, এবং তার টিমও বিষয়টি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাতের পর অনেকেই নেটমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান। বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবনকে ঘিরে এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন তারকার পরিবার ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে এমন বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হয়েছে, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্রাসাদে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তারা বলিউডের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিত। ২০২৪ সালের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন বলিউডজুড়ে ছড়িয়ে পড়ে। সে সময় তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটান।

চলতি বছরের সেপ্টেম্বরে দম্পতি আনুষ্ঠানিকভাবে জানান, তাদের পরিবারে নতুন অতিথি আসছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভিকি কৌশল জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পরিবার এখন গোপনীয়তা বজায় রেখে এই সময় কাটাতে চায় বলে জানানো হয়েছে।

এদিকে, ক্যাটরিনা কবে আবার অভিনয়ে ফিরবেন, সে বিষয়ে পরিবার বা তার ঘনিষ্ঠ কোনো সূত্র এখনো কিছু জানায়নি। তিনি সর্বশেষ দেখা গিয়েছিলেন ২০২3 সালে মুক্তিপ্রাপ্ত টাইগার 3 চলচ্চিত্রে। ভিকি কৌশল বর্তমানে একাধিক চলচ্চিত্র প্রকল্পে যুক্ত আছেন।

বিনোদন বিশ্লেষকদের মতে, তারকা দম্পতির এই নতুন অধ্যায় বলিউডে পরিবার ও ব্যক্তিগত জীবনের প্রতি জনসাধারণের আগ্রহকে আবারও সামনে নিয়ে এসেছে। একইসঙ্গে সালমান খানকে ঘিরে ছড়িয়ে পড়া ভুয়া স্ক্রিনশটের ঘটনাটি তারকাদের ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্কতার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।

বিনোদন