শাকিব খানের ‘প্রিন্স’-এ চূড়ান্ত নায়িকা তাসনিয়া ফারিণ, বাদ ইধিকা পাল

শাকিব খানের ‘প্রিন্স’-এ চূড়ান্ত নায়িকা তাসনিয়া ফারিণ, বাদ ইধিকা পাল

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘প্রিন্স’-এর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। তবে আরেক নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পালের থাকার বিষয়টি বাতিল হয়েছে।

চলতি সপ্তাহে তাসনিয়া ফারিণের সঙ্গে সিনেমাটির চুক্তি চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সিনেমাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইধিকা পালের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি এই ছবিতে অংশ নিচ্ছেন না।

‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ছবিটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে, প্রযোজনা করছেন শিরিন সুলতানা। সিনেমার ধরন অ্যাকশন-ধাঁচের এবং এটি আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ করা হচ্ছে।

শুটিংয়ের কাজ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ছবির দল জানিয়েছে, এর শুটিং ও অন্যান্য প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

বিনোদন