বিনোদন ডেস্ক
ঢালিউডে একসময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উপস্থিত হয়ে চলচ্চিত্র ও ব্যক্তিগত স্মৃতিচারণা করেন।
শাকিল খান বলেন, “আমরা চলচ্চিত্রের মানুষ যারা ছিলাম, তারাই সালমান শাহকে শেষ করার পেছনে দায়ী। একজন মানুষকে ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু তাকে সারাক্ষণ চাপ ও টর্চারের মধ্যে রাখা হলে ফ্রাস্ট্রেশনে পড়া স্বাভাবিক।” তিনি উল্লেখ করেন, বিভিন্ন চলচ্চিত্র সমিতি ও দেশের পরিচালকরা সালমান শাহকে বয়কট করেছিলেন। শাকিল বলেন, “আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনই শেষ বিচার করবে, সালমান শাহর সঙ্গে কী ঘটেছিল তা ঠিক করবে।”
নিজের সিনেমা জীবন নিয়ে শাকিল খান বলেন, “সিনেমার কারণে আজও দর্শক আমাকে শাকিল খান হিসেবে চেনে। আমি এখনও সিনেমা ভালোবাসি এবং অভিনয় করতে চাই। তবে সেটা অবশ্যই সুস্থ ধারায় হতে হবে। বর্তমানে অনেক ভালো ছবি তৈরি হচ্ছে না এবং একই প্রযোজকদের হাতে সীমিত সিনেমা তৈরি হচ্ছে।”
নব্বইয়ের দশকে ধারাবাহিকভাবে ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেও শাকিল খান তারকাখ্যাতি নিয়ে কখনো উচ্চমর্যাদা দাবি করেননি। তিনি বলেন, “আগে দীর্ঘদিন কাজ করেও কখনো ‘সুপারস্টার’ শব্দটি শুনতে পাইনি। এখন একটি সিনেমা করলে নামের আগে স্বয়ংক্রিয়ভাবে ‘সুপারস্টার’ যোগ হয়।”
শাকিলের মতে, ১৯৯৬ সালে ‘এই মন তোমাকে দিলাম’ সিনেমা ১১টি সিনেমার সঙ্গে মুক্তি পেয়ে আলোচনায় আসে এবং ব্যবসাসফল হয়। তবুও তারা ‘সুপারস্টার’ খেতাব পাননি, যদিও দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন। তিনি বলেন, “আজকের প্রেক্ষাপটে সিনেমা ব্যবসা করলে স্বল্প সময়ে সুপারস্টার হয়ে যাওয়া সাধারণ ব্যাপার। অনেক কিছু সহজ হয়ে গেছে।”
শাকিল খান বর্তমান প্রজন্মের চলচ্চিত্র পরিস্থিতি, প্রযোজক ও সিনেমা নির্মাণের গতিপ্রকৃতি নিয়ে মন্তব্য করেন। তিনি মনে করেন, সুস্থ ধারায় সিনেমা তৈরি করা গেলে দর্শক ও শিল্পী উভয়ের জন্যই ইতিবাচক ফল তৈরি হবে।


