জাতীয় ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০, যা পূর্বের ৫ হাজার ৩৮০ থেকে ২৮০টি কম।
আজ (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৩০ অক্টোবর মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে।
নতুন আসন বিন্যাস অনুযায়ী, দেশের প্রথম সারির পুরনো আটটি মেডিক্যাল কলেজ থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শেরেবাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিক্যাল কলেজ। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের আসনও ২৩০ থেকে কমিয়ে ২২৫ করা হয়েছে।
নতুন বিন্যাসে হবিগঞ্জ মেডিক্যাল কলেজ থেকে ৫০ এবং নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিক্যাল কলেজ থেকে ২৫ করে আসন কমানো হয়েছে। অন্যদিকে তিনটি কলেজে আসন বৃদ্ধি করা হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও টাঙ্গাইল মেডিক্যাল কলেজে ২৫ করে আসন বাড়িয়ে ১২৫ করে নির্ধারণ করা হয়েছে। পটুয়াখালী মেডিক্যাল কলেজের আসনও ২৫ বাড়িয়ে ১০০ করা হয়েছে।
অন্য সকল মেডিক্যাল কলেজে আসন সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর এবং দিনাজপুর মেডিক্যাল কলেজে ২০০টি করে আসন রয়েছে। পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিক্যাল কলেজে ১০০টি করে আসন রয়েছে। গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ১২৫টি করে, আর সুনামগঞ্জ মেডিক্যাল কলেজে ৭৫টি আসন নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পুনর্বিন্যাসকৃত আসন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট কলেজগুলোতে আসন বণ্টন প্রক্রিয়া সমন্বিতভাবে বাস্তবায়িত হবে।


