নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বুধবার (১২ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালিদ বিন রাশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতের বেলা মার্কেটের পাশে পার্কিং করা একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উত্তরা স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল, তবে তাদের আর প্রয়োজন হয়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা, এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নিশ্চিত করা যাবে।
প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, রাতের নীরব সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এসে পার্ক করা গাড়ির চারপাশে কিছু ঢেলে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
তিনি আরও জানান, আগুন লাগার মুহূর্তে তীব্র শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় রাতের বেলা অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ উভয় সংস্থা জানিয়েছে, এমন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হবে।


