অর্থনীতি ডেস্ক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তার স্বার্থ রক্ষাই তাদের মূল লক্ষ্য এবং দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ডিস্ট্রিবিউটরদের (ডিও) সহযোগিতা অপরিহার্য। তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, মন্ত্রণালয় স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণে কার্যক্রম পরিচালনা করছে এবং এতে কোনো ধরনের ঘাটতি নেই। তিনি ডিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভোজ্যতেল সরবরাহে তাদের অবদান গুরুত্বপূর্ণ। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে তাদের পরামর্শ ও সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ভোক্তাদের স্বার্থে মন্ত্রণালয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং বাজারে কারও অনিয়ম বা নৈরাজ্যের সুযোগ দেওয়া হবে না।” শেখ বশিরউদ্দীন বলেন, প্রচলিত নিয়মে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রকে লক্ষ্য করে অভিযান সফল হয় না। পণ্যের সরবরাহ শৃঙ্খলে উৎপাদন ও আমদানি স্তর থেকে ডিও, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সবাইকে কার্যক্রমের আওতায় আনতে হবে।
তিনি উল্লেখ করেন, “ছোট দোকানদার মাত্র কয়েকশ বোতল তেল লুকিয়ে রাখলে পুরো বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। টেলিভিশনে যেসব নাটক দেখানো হয়, তা বাস্তবে কোনো সমাধান আনে না। প্রকৃত দোষীকে শনাক্ত করাই আমাদের লক্ষ্য।”
মতবিনিময় সভায় ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মতো পণ্য না পাওয়ার অভিযোগ জানান এবং সমস্যা সমাধানের দাবি তোলেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


