সাভারের ধামরাইয়ে ২.৬ কেজি হেরোইনসহ ব্যক্তি আটক

সাভারের ধামরাইয়ে ২.৬ কেজি হেরোইনসহ ব্যক্তি আটক

ঢাকার সাভারের ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে তাকে নজরদারিতে রাখা হয় এবং বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে অভিযান চালানো হয়। অভিযানের সময় কেতাবুল ইসলাম ওই বাড়িতে উপস্থিত ছিলেন। তিনি বাড়িটির ভাড়াটিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, জব্দকৃত হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তিনি আরও জানান, আটক ব্যক্তির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব-৪-এর অভিযানটি দেশব্যাপী মাদকের অবৈধ ব্যবসা বন্ধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। হেরোইন জব্দ ও আটককৃত ব্যক্তির তথ্য অনুসারে, সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় ধামরাই অঞ্চলে মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বন্টন রোধে র‌্যাবের তৎপরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে মাদকের চক্র নির্মূল করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

আইন আদালত