জাতীয় ডেস্ক
বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাতের এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পেট্রল বোমা নিয়ে স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ভিডিওতে দুটি ব্যক্তির মধ্যে কথোপকথন শোনা যায়, একজন অন্যজনকে বলছেন, “দে” এবং এরপর দ্বিতীয় ব্যক্তি পেট্রল বোমা নিক্ষেপ করেন। এর পর “চল চল” বলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওটি প্রথমে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে বলে দাবি করেছে ব্যবহারকারীরা।
ভিডিও ফুটেজের সঙ্গে রেজাউল কবির রেজা একটি লেখা যুক্ত করেন, “বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।”
বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন ঘটনাটি নিয়ে বলেন, “ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের এখানে না অন্য কোথায় ঘটেছে, তা ঠিক বলতে পারছি না। পুলিশ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয়রা জানান, বারবার এই স্মৃতিস্তম্ভ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে, এবং এই ঘটনার পর সবার চোখ পুলিশের কার্যক্রমের দিকে।


