আইন আদালত ডেস্ক
রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে দুটি ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তার কাছ থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে, তবে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আরও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
এদিকে, একই দিন দেশে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সারা দেশে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। রাজধানীতে জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিকভাবে চলছে। তবে, দূরপাল্লার যাত্রী পরিবহন কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ এবং প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


