খেলাধুলা ডেস্ক
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের কার্লোস স্পেগাজিনি এলাকায় গত শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে পুড়ে গেছে আলবিসেলেস্তে জাতীয় দলের সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় আরমানি এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। যদিও তার বাড়ি সরাসরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, তবে বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া ক্ষতিকর রাসায়নিকের কারণে তাঁরা এখনও সেখানে ফিরতে পারছেন না। আশপাশের এলাকার পরিবেশগত বিপর্যয়ের কারণে ওই এলাকায় যাতায়াতও বন্ধ রাখা হয়েছে।
কার্লোস স্পেগাজিনি মূলত একটি শিল্পাঞ্চল। স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, বিস্ফোরণ ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় ফায়ার সার্ভিস, বোনায়েরেন্স পুলিশ এবং জরুরি সেবা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় এজেইজা ইন্তারজোনাল হাসপাতাল ও ক্যানিং হেলথ সেন্টারে নেওয়া হয়েছে। আর্জেন্টাইন শিল্প প্রতিষ্ঠান মন্তে গ্রান্দে গ্রুপের পরিচালক কার্লোস সান্তোরো জানিয়েছেন, “আমরা রেড কোডে আছি। আহতদের মধ্যে অনেকেই আশপাশের এলাকায়, যারা নিজের ঘরে থেকেই আঘাত পেয়েছেন। তবে কারও জীবনের কোনো ঝুঁকি নেই।”
ফ্রাঙ্কো আরমানি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলছেন। দুর্ঘটনার সময় তিনি হোটেলে অবস্থান করছিলেন। এর আগে ২০১৮-২০২১ পর্যন্ত তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে স্কোয়াডে ছিলেন।
বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত শিল্প এলাকা এবং আশপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। নিরাপত্তা বাহিনী এবং জরুরি সেবা কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল করতে এবং এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন।


