খেলাধুলা ডেস্ক
এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে পরাজিত করে সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশ ১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।
প্রথম দুই ওভারের মধ্যে ৮ বলের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে বিপদে ফেলেন বাংলাদেশি বোলার রিপন মন্ডল। তিনি আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন, যার ফলে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় আফগানরা। এরপর রকিবুল হাসানের স্পিন আক্রমণেও আরও পড়তে থাকে আফগানিস্তান। তারা শেষ পর্যন্ত ৭৮ রানে অলআউট হয়ে যায়।
রিপন মন্ডল ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন, আর রকিবুল হাসান ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। আফগানদের ব্যাটিংয়ের শুরুতেই অঘটন ঘটে, যার ফলে ম্যাচসেরা হন রিপন মন্ডল। বাংলাদেশি বোলারদের মধ্যে মেহেরবও দুটি উইকেট পান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন দারউইশ রাসুলী, যিনি ২৭ রান করেন। তবে আফগানদের শেষ পাঁচ ব্যাটসম্যান মিলে ১৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান।
বাংলাদেশের লক্ষ্য ৭৯ রান তাড়াতে গিয়ে শুরুতে কিছুটা বিপদে পড়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান ১৩ বল খেলে ১০ রান করে আউট হন, আর পরের ওভারে গজনফর তাকে ফিরিয়ে দেন। এরপর জিশান আলমও (১০) ফিরে যান। বাংলাদেশ তখন ২৪ রানে ২ উইকেট হারায়। তবে এরপর জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি, যার মাধ্যমে বাংলাদেশ জয় নিশ্চিত করে। জাওয়াদ আবরার ২৪ রানে অপরাজিত ছিলেন, আর অঙ্কন ২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
এভাবে বাংলাদেশ ১৩.৩ ওভারে ২ উইকেটে ৭৯ রান করে জয়লাভ করে।
বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে অবস্থান করছে। সেমিফাইনালের লক্ষ্যে আগামীকাল তারা শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে খেলবে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
এর আগে প্রথম ম্যাচে, হংকং ১৬৭ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়, কিন্তু বাংলাদেশ সেই রান ৫৪ বল হাতে রেখে অতিক্রম করে। সোহান ৩৫ বলে এক রেকর্ড সেঞ্চুরি করেন, যা এক দৃষ্টান্ত হয়ে ওঠে।


