বাংলাদেশ- বতসোয়ানা কূটনৈতিক সম্পর্ক জোরদারের পদক্ষেপ: হাইকমিশনার পরিচয়পত্র পেশ

বাংলাদেশ- বতসোয়ানা কূটনৈতিক সম্পর্ক জোরদারের পদক্ষেপ: হাইকমিশনার পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

বতসোয়ানার রাষ্ট্রপতি গিডিয়ন বোকো-এর কাছে মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার শাহ আহমেদ শফি তার পরিচয়পত্র পেশ করেছেন। এই অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে হাইকমিশনারের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বতসোয়ানার রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বতসোয়ানার কৃষি ও পশুপালন খাতের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে দেশটির উন্নত কৃষি চর্চা ও প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেছে। রাষ্ট্রপতি তার দেশের কৃষি খাতের উন্নয়নের জন্য বাংলাদেশের কারিগরি সহায়তা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগ স্থাপনের সম্ভাবনাও আলোচনা করেন। এছাড়াও, বতসোয়ানার বাজারে বাংলাদেশের উচ্চমানের ফার্মাসিউটিক্যাল ও ওষুধ পণ্য আমদানের আগ্রহ ব্যক্ত করা হয়।

এর আগে সোমবার হাইকমিশনার শাহ আহমেদ শফি বতসোয়ানার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে টেক্সটাইল ও গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও সংশ্লিষ্ট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

দুটি বৈঠকেই হাইকমিশনার বাংলাদেশের কৃষি, খাদ্য নিরাপত্তা, পশুপালন, বস্ত্র ও ওষুধ শিল্পের সঙ্গে বতসোয়ানার খাতগুলোর বিদ্যমান সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ২০২৬ সালে সুবিধাজনক সময়ে বতসোয়ানার রাষ্ট্রপতিকে উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বাংলাদেশ হাইকমিশন বতসোয়ানার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ফার্মাসিউটিক্যাল শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। হাইকমিশনার শাহ আহমেদ শফি দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত থাকলেও বতসোয়ানায় অনাবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গভীরতা বাড়ার পাশাপাশি কৃষি ও শিল্প খাতে যৌথ উদ্যোগ ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

জাতীয়