মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং-এর বিরুদ্ধে প্রতারণা অভিযোগে গ্রেপ্তারি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং-এর বিরুদ্ধে প্রতারণা অভিযোগে গ্রেপ্তারি

বিনোদন ডেস্ক

সদ্য সমাপ্ত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ৩০ মিলিয়ন বাত) অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এক থাই প্লাস্টিক সার্জন অভিযোগ করেছেন যে ২০২৩ সালে জাকাপং তাঁকে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছিলেন। একইসঙ্গে নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত দেওয়ার বিষয়ে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেন। আদালত এই আচরণকে প্রতারণার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং জাকাপং-এর অনুপস্থিতি তাঁকে আদালতের নোটিশ এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে গণ্য হতে পারে।

মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং নতুন শুনানির তারিখ ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে জানা গেছে, অর্থনৈতিক সংকটে থাকা জাকাপং ইতিমধ্যেই মেক্সিকোতে চলে গেছেন। তবে এই দাবির বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই আইনি প্রক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা বা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট।’

ব্যাংককে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে জর্জরিত ছিল। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণকে কেন্দ্র করে সমালোচনা সৃষ্টি হয়। বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশ প্রচারণামূলক কনটেন্ট না পোস্ট করার কারণে প্রকাশ্যে তিরস্কৃত হন। অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরদিন সংবাদ সম্মেলনে ওই সঞ্চালক কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ঘটনাটি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও নজর কাড়ে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকানা ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানটি ২০২২ সালে জেকেএন গ্লোবাল গ্রুপের কাছে ২০ মিলিয়ন ডলারে বিক্রি হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি এর অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-কে বিক্রি করে।

আইনি প্রক্রিয়া ও বিতর্কের প্রেক্ষাপটে প্রতিযোগিতা পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয়গুলো আন্তর্জাতিক বিনোদন সম্প্রদায়ের নজর কাড়ছে। জাকাপং-এর বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের ভবিষ্যত প্রভাবিত করতে পারে, পাশাপাশি মিস ইউনিভার্স ব্র্যান্ডের সামঞ্জস্য ও পরিচালনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছে।

বিনোদন