জ্যেষ্ঠ প্রতিবেদক
ইরানের রাজধানী তেহরানের আকাশে রাশিয়ার তৈরি একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। দেশটির বিমান বাহিনী বিষয়টি সরকারি বার্তা সংস্থা তাসনিমকে নিশ্চিত করেছে। উড়োজাহাজটি তেহরানের ওপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে উড়ন্ত যুদ্ধবিমানের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়রা উল্লেখ করেছেন, উড়োজাহাজটি অতিক্রমের সময় সনিক বুমের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রদর্শিত ফাইটার জেটটি ইরান বিমান বাহিনীর অন্তর্ভুক্ত। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কয়েক দিনে এই যুদ্ধবিমানটি ইরানের বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, রাশিয়া ইরানকে নতুন মিগ-২৯ যুদ্ধবিমানের সরবরাহ করেছে। এসব যুদ্ধবিমান মূলত ইরানের ফার্স প্রদেশের সিরাজ বিমানঘাঁটিতে মোতায়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। মিগ-২৯ হলো একাধিক ভূমিকা সম্পন্ন ফাইটার জেট, যা উচ্চ গতিতে ভূপৃষ্ঠ ও আকাশ উভয়েই কৌশলগত কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
বিশ্লেষকরা মনে করেন, নতুন মিগ-২৯ যুক্ত হওয়ার ফলে ইরানের আকাশসীমার প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশটির উত্তরের আকাশসীমা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের নজরদারিতে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া, এটি ইরানের সামরিক আধুনিকায়নের ধারাবাহিকতায় নতুন ধাপ হিসেবে গণ্য করা হচ্ছে।
ইরানের সামরিক পরিকল্পনায় সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। মিগ-২৯ এর মত আধুনিক ফাইটার জেট মোতায়েনের মাধ্যমে ইরান আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চাচ্ছে। তেহরানে এই যুদ্ধবিমানের প্রদর্শন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়েছে, যেহেতু এটি ইরানের সামরিক সক্ষমতার সম্প্রসারণ নির্দেশ করে।
মোটকথা, ইরানের আকাশে মিগ-২৯ এর উপস্থিতি দেশটির বিমান বাহিনীর সক্ষমতা এবং আঞ্চলিক কৌশলগত অবস্থানের একটি স্পষ্ট প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের বিমানের নিয়মিত রুটিন ফ্লাইট এবং প্রদর্শন দেশটির সামরিক পরিকল্পনা ও প্রতিরক্ষা কৌশলের একটি অংশ হিসেবে বিবেচিত হবে।


