জামায়াত ক্ষমতায় আসলে প্রতিবন্ধী শিশুদের জন্য কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি

জামায়াত ক্ষমতায় আসলে প্রতিবন্ধী শিশুদের জন্য কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা শিশুদের বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকা-১০ এলাকায় স্থানীয় প্রতিবন্ধীদের “অপ্রতিরোধ্য সম্মাননা” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে একটি পরিবারের পক্ষে এককভাবে গড়ে তোলা কষ্টসাধ্য; তাই সামাজিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তাদের সঠিক বিকাশ নিশ্চিত করা সমাজের দায়িত্ব।

অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা ব্যক্তিদের সঠিকভাবে গড়ে তুললে তাদের জাতীয় সম্পদে রূপান্তরিত করা সম্ভব। তাদের মধ্যে রয়েছে অব্যক্ত প্রতিভা ও মেধা, যা ইতিপূর্বে অনেকেই প্রমাণ করেছেন। তিনি স্টিফেন হকিং-এর উদাহরণ উল্লেখ করে বলেন, হকিং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন, তবুও পরিবারের ও সমাজের সহায়তায় তিনি বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী হতে পেরেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশেও শিশুদের জন্য সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সহায়তা বৃদ্ধি করা হলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, ১৯৯২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হলেও বাংলাদেশের ক্ষেত্রে দিবস পালন কেবল ধারাবাহিকতা রক্ষার জন্য সীমিত ছিল। বাস্তবভাবে শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা শিশুদের জন্য কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ হয়নি। তিনি উল্লেখ করেন, নির্বাচন জয়ী হলে সমাজের প্রতিটি স্তরের নাগরিকের জন্য সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধী ভাতার নামে সামান্য আর্থিক সহায়তা রাষ্ট্রের দায়িত্বের সমাপ্তি নয়; বরং প্রতিটি নাগরিককে মর্যাদাবান করে গড়ে তোলাই রাষ্ট্রীয় কর্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল এবং সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারি রওশন আরা। অনুষ্ঠানে স্থানীয় সাইয়্যেদনা কমিউনিটি সেন্টারে নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ পরিচালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন ধানমন্ডি থানার সাবেক আমির অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার এবং হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল।

রাজনীতি শীর্ষ সংবাদ