মহান বিজয় দিবসে নির্দিষ্ট সময় মেট্রোরেল চলাচল বন্ধ

মহান বিজয় দিবসে নির্দিষ্ট সময় মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, নির্দিষ্ট সময়ের জন্য রাজধানীর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুপুরের আগে ও পরে একটি নির্দিষ্ট সময়জুড়ে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এই সময়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত কোনো স্টেশনেই ট্রেন চলবে না। নির্ধারিত সময় শেষে পুনরায় স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামরিক কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ ‘এয়ার শো’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তিতে এয়ার শো দেখতে আগত যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, যারা মেট্রোরেলে করে পুরাতন বিমানবন্দর এলাকায় যাবেন, তারা সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আগারগাঁও স্টেশনে নামবেন। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য আগেভাগে যাত্রা পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট যাত্রী সংগঠনগুলো জানিয়েছে, বিজয় দিবসের মতো জাতীয় দিবসে নিরাপত্তা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে যাত্রীদের যাতায়াত পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে যারা গন্তব্যে পৌঁছাতে পারবেন না, তাদের বিকল্প পরিবহন ব্যবহারের প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ট্রেন ও স্টেশনের ভেতরে যেকোনো ধরনের পানাহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। মেট্রোরেলের ভেতর ও স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যাত্রীদের সচেতন আচরণ, নির্ধারিত নিয়ম মেনে চলা এবং ময়লা না ফেলার জন্য সহযোগিতা কামনা করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, যাত্রীদের সম্মিলিত সচেতনতা ও শৃঙ্খলাবোধের মাধ্যমেই মেট্রোরেলের পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।

রাজধানী ঢাকায় যানজট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী এই সেবার ওপর নির্ভরশীল হয়ে উঠেছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের যাতায়াতে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় দিবস ও বিশেষ কর্মসূচির সময় সাময়িকভাবে চলাচল বন্ধ থাকলেও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থাপনা নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহায়ক বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচি, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন করা হয়। এসব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে যানবাহন চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেট্রোরেল চলাচলের সাময়িক স্থগিতাদেশ সেই সামগ্রিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে, বিজয় দিবসে ভ্রমণের ক্ষেত্রে ঘোষিত সময়সূচি ও নির্দেশনা মেনে চলতে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে এবং জাতীয় দিবসের কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

জাতীয় শীর্ষ সংবাদ