জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে

রাজনীতি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব গ্রহণ করেছে জাতীয় পার্টি। তবে দলটি এখনও সিদ্ধান্ত নেনি, তা এককভাবে নির্বাচন করবে নাকি জোটগতভাবে অংশ নেবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পার্টির শীর্ষনেতাদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে। জাতীয় পার্টির শীর্ষপর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, বুধবার (১৭ ডিসেম্বর) দলের বর্ধিত সভা ডাকা হয়েছে, যেখানে দলের তৃণমূল নেতৃবৃন্দও অংশগ্রহণ করবেন। সভাটি কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দ্বীপ্ত সূর্য জানিয়েছেন, বুধবার বিকাল চারটায় কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে দলটি।

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী মঙ্গলবার মধ্যরাতে জানিয়েছেন, আগামী নির্বাচনে দল নমিনেশন জমা দেবে। এর আগে সন্ধ্যায় দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, আপাতত তিনশ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নেতা ও সম্ভাব্য প্রার্থীদের মতামতও বিবেচনা করা হবে।

জাতীয় পার্টির অন্য একটি অংশও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। ইতোমধ্যে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বে তার জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মুঞ্জুর জেপিসহ ১৮টি দল মিলিত হয়ে একটি নতুন জোট গঠন করেছে। জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি তফসিল ঘোষণাকে স্বাগত জানান। তবে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির প্রস্তাবও দিয়েছেন।

জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে কিনা তা বিএনপির দৃষ্টি আকর্ষণের বিষয়। কিছু দল জাতীয় পার্টির সঙ্গে জোট গঠন করতে আগ্রহী, তবে শেষ পর্যন্ত দল এককভাবে অংশ নেবে নাকি জোটগতভাবে তা নিয়ে সংশয় রয়েছে।

ইতোমধ্যে কিছু রাজনৈতিক দল, যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিরোধিতা জানিয়েছে।

জিএম কাদের বলেন, “নির্বাচনে আমরা এককভাবে অংশ নেওয়ার বিষয়ও ভাবছি। তিনশ আসনে প্রার্থী নির্ধারণের পরই জোট হবে কিনা বা কার সঙ্গে যুক্ত হবো, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাজনীতি শীর্ষ সংবাদ