মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের মামলায় জবাব দাখিলের তারিখ ১২ জানুয়ারিতে স্থগিত

মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের মামলায় জবাব দাখিলের তারিখ ১২ জানুয়ারিতে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ৩ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আগামী ১২ জানুয়ারি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর হুমকি-ধামকির মামলার জবাব দাখিলের নতুন দিন ধার্য করেছে। বৃহস্পতিবার আদালতে মামলার জবাব দাখিলের জন্য নির্ধারিত দিনটি অনুসারে শুনানি হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হওয়ায় কার্যক্রম সম্পন্ন হয়নি।

আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, আদালতের বিচারক সাম্প্রতিক সময়ে অন্যত্র বদলি হওয়ায় এই মামলার নির্ধারিত তারিখে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র পুনরায় উপস্থাপন করে পরবর্তী শুনানি পরিচালনা করা হবে।

এর আগে, গত ১৬ নভেম্বর মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরী আত্মসমর্পণ করে জামিন পান। জামিন মঞ্জুর করেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়া।

মামলায় অভিযোগ করা হয়, বাদীর সাথে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। তিনি ও তার ভাই নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে বাদীকে রাখার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। এরপর, বাদী টাকা চাইতে গেলে তারা বিভিন্ন সময় সময়ক্ষেপণ করে “আজকে দিবো, কালকে দিবো” বলার পাশাপাশি ১১ ফেব্রুয়ারি জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় বাদী আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলার পরবর্তী শুনানি নতুন বিচারক দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হবে।

বিনোদন শীর্ষ সংবাদ