যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এফবিআই-এর উপপ্রধান ড্যান বঙ্গিনো পদত্যাগের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এফবিআই-এর উপপ্রধান ড্যান বঙ্গিনো পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ড্যান বঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় বলেন, “আগামী জানুয়ারিতে আমি এফবিআই-এর উপপ্রধান হিসেবে আমার দায়িত্ব শেষ করব। প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই-এর পরিচালক কাশ পটেলকে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আমার দেশবাসীকে ধন্যবাদ জানাই যারা আমাকে তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন।”

ড্যান বঙ্গিনো পূর্বে নিউইয়র্ক সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ছিলেন এবং একটি পডকাস্ট শোও পরিচালনা করতেন। এই শোতে বিতর্কিত মন্তব্য করার কারণে তাকে বিভিন্ন সময়ে সমালোচনা করা হয়েছিল। তবে রিপাবলিকান পার্টির প্রতি আনুগত্যের কারণে চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প তাকে এফবিআই-এর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন।

বঙ্গিনোর নিয়োগের সময় এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন, যাদের সদস্যসংখ্যা প্রায় ১৪ হাজার, আপত্তি জানিয়েছিল। এছাড়া এফবিআই পরিচালক কাশ প্যাটেলও বঙ্গিনোকে উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে ট্রাম্পের নির্দেশ অনুযায়ী নিয়োগ কার্যকর করা হয়।

উপপ্রধান হিসেবে নিয়োগপ্রাপ্তির পর বঙ্গিনো কাশ প্যাটেল এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে একাধিকবার মতবিরোধে জড়ান। বিশেষজ্ঞরা বঙ্গিনোর সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গোপন নথি সম্পর্কিত বিষয়। এ নথি সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা তাঁর পদত্যাগের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এফবিআই সূত্রে জানা গেছে, বুধবারই বঙ্গিনোর ডেস্ক থেকে জরুরি নথি সরিয়ে নেওয়া হয়েছে। এই পদত্যাগের ফলে এফবিআই-এর উপপ্রধান পদের শূন্যতা তৈরি হবে এবং আগামী মাসে নতুন নিয়োগ বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি এফবিআই-এর অভ্যন্তরীণ কার্যক্রম ও নেতৃত্বের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে।

বঙ্গিনোর পদত্যাগের ঘোষণার প্রেক্ষিতে নিরাপত্তা বিশ্লেষকরা এফবিআই-এর ভবিষ্যত কর্মকাণ্ড ও গোয়েন্দা নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ন সিদ্ধান্তসমূহে প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তাঁর পদত্যাগ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার স্বচ্ছতা ও নেতৃত্বের স্থিতিশীলতা নিয়ে নতুন আলোচনারও সূচনা করেছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ