জেলা প্রতিনিধি
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে ইয়াহিয়াহ খান নামে ওই নেতাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ইয়াহিয়াহ খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বিতর্কিত পোস্ট দেন। হাদির মৃত্যুর পর তিনি ইংরেজিতে ‘OUT’ লিখে একটি পোস্ট করেন, যা স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি করে।
উল্লেখযোগ্যভাবে, ইয়াহিয়াহ খান ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় হাদিকে সমাহিত করার প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানান। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অন্যান্য বরেণ্য ব্যক্তিদের কবরের পাশে হাদিকে সমাহিত করা নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া এক পোস্টে তিনি হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করেন এবং লেখেন, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো ‘জঙ্গি’র কবর থাকলে ইতিহাস বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ইয়াহিয়াহ খান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকারও অভিযোগ রয়েছে।
বর্তমানে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান। পুলিশের এ ধরনের পদক্ষেপ স্থানীয় শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


