শহীদ ওসমান হাদির নামে যমজ সন্তানের নামকরণ

শহীদ ওসমান হাদির নামে যমজ সন্তানের নামকরণ

রাজনীতি ডেস্ক

কক্সবাজারের এক জামায়াত কর্মী নিজের যমজ দুই পুত্রসন্তানের নাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির নামে রেখেছেন।

জহুর আলম নামে ওই ব্যক্তি কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নম্বর ওয়ার্ড শহর শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার পরিবার সম্প্রতি দু’টি সন্তানকে জন্ম দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান জানিয়েছেন, মা-বাবার সম্মতিতে নবজাতক যমজদের নাম শহীদ ওসমান হাদির স্মরণে রাখা হয়েছে।

যমজ দুই ভাইয়ের একজনের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’ এবং অপরজনের ‘হোসাইন হাদি’। নামকরণের সময় আমিনুল ইসলাম বলেন, শহীদ ওসমান হাদির নামানুসারে নবজাতকরা সমাজে পরিচিত হবে, যা পরিবারের কাছে গৌরবের বিষয়। জহুর আলম বলেন, শহীদ হাদি একটি ইতিহাস, তাকে কখনোই ভুলা যাবে না। তার নামে সন্তানদের পরিচয় দিতে পারা সত্যিই গর্বের বিষয়।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে, শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।

শহীদ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজার অংশ হিসেবে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

শরিফ ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থান এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর প্রভাব ফেলে এবং শহীদ হাদির নামানুসারে নবজাতকদের নামকরণ বিষয়টি সমকালীন সমাজে তার অবদানের স্মরণ ও প্রেরণার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

রাজনীতি শীর্ষ সংবাদ